অর্থনীতি

টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

লেনদেন খরা ও মূল্যসূচক পতন প্রবণতা কাটিয়ে আবার টানা উত্থান প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। রোববার উভয় বাজারে টানা ৫ কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে প্রতি কার্যদিবসেই বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ১৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৮৯টির। আর অপরিবর্তিত আছে ৫৫টির দাম। লেনদেন হয়েছে ৯৬৬ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৫৩ কোটি ২৮ লাখ টাকা বেশি। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এ্যাপোলো ইস্পাতের ২৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯৬ পয়েন্টে। ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৬১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তীত রয়েছে ১৯টির। এমএএস/এএইচ/আরআইপি