পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলতে নেমেই ব্যাট হাতে ঝলক দেখালেন তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে এবারের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশি এই ড্যাশিং ওপেনার।শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। ম্যাচটিতে দফায় দফায় বৃষ্টি হয়। জালমিও হারাতে থাকে উইকেট। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালই ছিলেন ব্যতিক্রম। অনেকটা দেখেশুনে ব্যাট করেন। ফলও পেয়েছেন।তিন উইকেট হারানোর পর জালমি যখন ধুঁকছিল। শোয়েব মাকসুদকে নিয়ে সামনে এগোতে থাকেন তামিম। ১৫তম ওভারে জুলফিকর বাবরের বলে ছক্কা মেরেই ফিফটি পূর্ণ করেন বাংলাদেশি এই তারকা ব্যাটসম্যান। ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ফিফটি পূরণ করেন তামিম।এনইউ/এমএস