অমর একুশে বইমেলায় সাহিত্যদেশ প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে তরুণ নির্মাতা রেহমান রাহাতের গোয়েন্দা গল্প ‘ডিটারজেন্ট’। কাপড়ের ময়লা পরিষ্কারের জন্য যেমন ডিটারজেন্ট প্রয়োজন তেমনি সমাজের ময়লাগুলো পরিষ্কার করার জন্যে তৈরি হয় একদল স্পেশাল মিশন ফোর্স। যার নাম দেয়া হয় ‘ডিটারজেন্ট’। বইটি সাহিত্যদেশ প্রকাশনীর ২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।এসইউ/আরআইপি