দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সোমবার ভোর থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে দুটি ফেরি। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় ভোর ৬টা ২০ মিনিট থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে অন্তত চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভেগের শিকার হচ্ছেন যাত্রীরা।কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।বি এম খোরশেদ/এফএ/আরআইপি