নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, ফজলুল হক ও আয়েশা বেগম। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আন্দনপুর।সোনাইমুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে বাইপাস এলাকা থেকে ফজলুল হক ও আয়েশা বেগমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরেুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।মিজানুর রহমান/এআরএ/জেআইএম