জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধান বলেছেন, আগ্রাসী ভারত চায় সামরিক চুক্তি আর বাংলাদেশের মানুষ চায় মুক্তি। পিলখানায় নির্মম সেনা হত্যাযজ্ঞ চালিয়ে অগণিত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে এখন দিল্লী আমাদের জাতীয় প্রতিরক্ষাকে শৃঙ্খলিত করতে চায়।বুধবার দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ও শশরা ইউনিয়নের পৃথকস্থানে গণসংযোগ ও ২০ দলীয়জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ভারত কখনও চায়নি আমাদের সেনাবাহিনী স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। এ কারণে স্বাধীনতার পর পর সেনাবাহিনীর বিকল্প হিসেবে রক্ষীবাহিনী গড়ে তোলা হয়। ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির নামে এ গোলামী চুক্তির বিরুদ্ধে তিনি দেশপ্রেকি জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।সরকারকে হুঁশিয়ার দিয়ে শফিউল আলম প্রধান আরও বলেন, পিয়ারে হিন্দুস্তানের সঙ্গে এ ধরনের চুক্তি হলে পরিণতি হবে ভয়াবহ।এসময় আরও উপস্থিত ছিলেন, জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জেলা জাগপার সভাপতি অ্যাড. নুরুন নবী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান খোকন, শশরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।এমদাদুল হক মিলন/এআরএ/জেআইএম