কুষ্টিয়ার খোকসায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিন্টু ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশায়।বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে একদল ডাকাত ডাকাতি করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুড়লেপুলিশও পাল্টা গুলি চালায়।প্রায় ৩০ মিনিট চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি পিস্তুল, ৩টি রামদা, ২ রাউন্ড গুলি, গাছ কাটার করাত ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আল-মামুন সাগর/এফএ/পিআর