বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং টিভিএস অটো বাংলাদেশ লি. এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুর দেড়টায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত চৌধুরীর উপস্থিতিতে চুক্তিতে টিভিএস অটোর ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. আব্দুল মান্নান ও টিভিএস অটো বাংলাদেশ লি. এর সিইও বিপ্লব কুমার রায়।আরও উপস্থিত ছিলেন টিভিএস অটোর উপদেষ্টা আনছার আলী খান, বিজনেস হেড (থ্রি হুইলার) সাইদ সাজ্জাদুল ইসলাম, বিজনেস হেড (টু হুইলার) মৃগেন ব্যানার্জী ও কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক (হিসাব) এমএইচএম আলি করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দেশের জনগণের পাশে থেকে উন্নত সেবা নিশ্চিত করা দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য।বিএ