শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচ খেলতে ১৬ সদস্যের দলের ১২ জনই আছেন শ্রীলঙ্কায়। বাকি চারজন মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান ও সানজামুল ইসলাম স্কোয়াডে যোগ দিতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
টেস্ট সিরিজ শেষে আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের রঙিন পোশাকের লড়াই। ডাম্বুলাতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে কলম্বোর এসএসসিতে।
১৬ সদস্যের বাংলাদেশ দলতামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।
এমআর/এমএস