অর্থনীতি

সিলেটে টিভিএসের নতুন শো-রুম উদ্বোধন

সিলেটের আম্বরখানা এয়ারপোর্ট রোড এলাকায় টু-হুইলার ও থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএসের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন শো-রুমটি উদ্বোধন করেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, উপদেষ্টা আনছার আলী খান, বিজনেস হেড (টু-হুইলার) মৃগেন ব্যানার্জি, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. আশরাফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এখন থেকে আম্বরখানার এয়ারপোর্ট রোডে (হোল্ডিং নং ০৭৮৩-০০, মজুমদারি) অবস্থিত এ শো-রুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, স্ট্রাইকার ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, স্কুটি জেস্ট ১১০ সিসি, এক্সেল ১০০ সিসি এবং থ্রি-হুইলার টিভিএস কিংসহ সকল পণ্যের জেনুইন পার্টস্ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিভিএস বাংলাদেশ কর্তৃপক্ষ।

পাশাপাশি নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে ২২ এপ্রিল পর্যন্ত যেকোনো টিভিএস বাইক কিনলেই সিলেটের গ্রাহকদের জন্য থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার।

এমএমএ/ওআর/এমএস