সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র ২০০ গজ সামনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অন্যদিকে, অভিযান চলছে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’। আস্তানায় দফায় দফায় গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অভিযানকালে বিস্ফোরণে বোমার স্প্লিন্টারে স্থানীয় ভিডিও ব্যবসায়ী শিবুল মালাকার (২৭) আহত হয়েছেন।
বিকেল পৌনে ৩টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি