ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে পরিচালিত ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির গবেষক ও সাংবাদিক তরুণ সরকারের বাবা ডা. রমেন্দ্র নারায়ণ সরকার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার রাত সাড়ে ৯টায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. রমেন্দ্র নারায়ণ সরকার স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে মিটফোর্ড মেডিকেল স্কুল থেকে ডিপ্লোমা পাস করে সরকারি চাকরিতে যোগ দেন রমেন্দ্র নারায়ণ সরকার। চাকরিকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেন তিনি। অবসর জীবনে বাঙ্গালপাড়া গ্রামে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডে যুক্ত করেন নিজেকে। আমৃত্যু এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন ডা. রামেন্দ্র নারায়ণ।
মঙ্গলবার সকালে নিজ গ্রামে ডা. রমেন্দ্র নারায়ণ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৬ এপ্রিল গ্রামের বাড়িতে তার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজক করা হয়েছে বলে জানিয়েছেন প্রয়াতের স্বজনরা।
এমইউ/এমএমএ/এমএআর/পিআর