দেশজুড়ে

মেয়র আরিফের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সরকার : মুক্তাদির

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কর্মউদ্যম ও জনপ্রিয়তাকে সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর সিলেট নগরের উন্নয়নে মনোযোগ দেন। তার গৃহীত উন্নয়ন পরিকল্পনা ও কাজ সিলেটসহ সারা দেশে প্রশংসিত হয়। কিন্তু সরকার তার এ কর্মউদ্যম ও জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে বরখাস্ত করেছে।

সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল মালিকের জ্যেষ্ঠ ছেলে খন্দকার মুক্তাদির বলেন, আইনিভাবে মোকাবেলা করে আরিফুল হক চৌধুরী যখন উচ্চ আদালতের রায় নিয়ে মেয়রের চেয়ারে বসেছেন। ঠিক তার কয়েক ঘণ্টার মাথায় তাকে আবারও বরখাস্ত করে সরকার প্রমাণ করেছে তারা বিরোধী মতাদর্শের মানুষকে সহ্য করতে পারে না।

সরকারের এমন আচরণে সিলেট নগরবাসী মর্মাহত ও আশাহত হয়েছেন জানিয়ে মুক্তাদির বলেন, এর ফল নিশ্চয় মঙ্গলজনক হবে না। আরিফুল হক চৌধুরীকে দ্রুত মেয়র পদ ফিরিয়ে দেয়ারও দাবি জানান তিনি।

ছামির মাহমুদ/এএম/এমএস