জাতীয়

হাজারীবাগে ট্যানারির সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান আজ

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ ও পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হবে আজ শনিবার। পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে অধিদফতরের পরিচালক পদমর্যাদার তিন কর্মকর্তা এ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নেতৃত্ব দেবেন। কর্মকর্তারা হলেন- পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আবু হেনা মোরশেদ জামান, পরিচালক ঢাকা অঞ্চল মো. আলমগীর ও পরিচালক ঢাকা মহানগর সুকুমার বিশ্বাস।

এছাড়া অভিযানে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দু’জন ও পরিবেশ অধিদফতরের দু’জনসহ মোট চারজন ম্যাজিস্ট্রেট অংশ নিচ্ছেন। সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রযুক্তিগত সহায়তা দেবে বাপেক্স, ওয়াসা, ডিপিডিসি মনোনীত প্রকৌশলীরা।

এর আগে ৬ এপ্রিল বৃহস্পতিবার সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকায় আইপিইউ সম্মেলন এবং এক ট্যানারি মালিকের রিট আবেদনের কারণে সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিল পরিবেশ অধিদফতর। এখন বিভিন্ন পর্যায়ে যোগাযোগের পর সবুজ সংকেত পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

এআরএস/এমএস