আপনি তো খুবই সুন্দরীএক ভদ্রমহিলা ঘরে একা ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়লো। তিনি দরজা খুলে অপরিচিত এক লোককে দেখতে পেলেন-লোকটি : আপনি তো খুবই সুন্দরী।মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন।
পরের দিন আবার টোকা পড়লো। মহিলাটি দরজা খুলে আবার সেই লোককে দেখতে পেলেন।লোকটি : আপনি সত্যি খুবই সুন্দরী।মহিলা ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন।
পরের তিন-চার দিনও যখন একই ঘটনা ঘটতে থাকলো। তখন মহিলা বিরক্ত হয়ে পুরো বিষয়টি তার স্বামীকে বললেন। সব শুনে স্বামী বলল-স্বামী : তুমি কিছু চিন্তা করো না, আজ যখন হতচ্ছাড়াটা আসবে তখন আমি ঘরে দরজার পিছনে দাঁড়িয়ে থাকবো। তুমি শুধু বলবে, ‘হ্যাঁ, আমি সুন্দরী, তাতে তোমার কী?’ তারপর ব্যাটাকে আমি মজা দেখাচ্ছি।’
পরের দিন যখন দরজায় টোকা পড়লো। তখন মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে পড়ল। মহিলাটি দরজা খুলতে লোকটি বলল-লোকটি : আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী।মহিলা : হ্যাঁ, আমি সুন্দরী। কিন্তু তাতে আপনার কী?লোকটি : দিদিভাই, এই বিশ্বাস আর অনুভূতিটা পারলে আপনার স্বামীর মধ্যে জাগিয়ে তুলুন। যাতে উনি অন্তত আমার স্ত্রীর পিছুটা ছাড়েন।
****
ভুল করে পকেটে বিজ্ঞান বইপ্রথম বন্ধু : কি রে, গত পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেলি। এবার ফেল করলি। ব্যাপারটা কী বল তো?দ্বিতীয় বন্ধু : আর বলিস না দোস্ত, ইংরেজি পরীক্ষার দিন ভুল করে পকেটে বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম।
****
লেকচার শুনতে যাচ্ছিপুলিশ এক মাতালকে ধরেছে-পুলিশ : কোথায় যাচ্ছিস?মাতাল : মদ খাওয়া যে ক্ষতিকর সে বিষয়ে লেকচার শুনতে যাচ্ছি।পুলিশ : তা লেকচার কে দিবে?মাতাল : আমার বউ।
এসইউ/জেআইএম