দেশজুড়ে

ভালোবেসে বিয়ে, ৪ মাস পর একই রশিতে স্বামী-স্ত্রী...

টাঙ্গাইলের মির্জাপুরে ঘরের আড়ার সঙ্গে রশি লাগিয়ে একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে। নিহতরা হলেন গাড়িচালক রাশেদুল ইসলাম খান (২৪) ও তার স্ত্রী সুমি বেগম (১৯)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় চার মাস আগে রাশেদুল ও সুমি বেগম ভালোবেসে বিয়ে করেন। তাদের মধ্যে কোনো প্রকার দাম্পত্য কলহ ছিল না। গ্রামবাসী সোমবার দুপুরে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন।

এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে একই রশিতে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইজনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এস এম এরশাদ/এএম/এমএস