গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে পড়ে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনায় শহীদ (৪০) নামে আরেকজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহীদ কর্ণপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে। সে ওই মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ঠ সহযোগী বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ। এছাড়া বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনার মামলার ছয় নম্বর আসমি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, তাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে গোসিংগা ইউনয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে গোসিংগা ইউনয়নের কোনো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে, গ্রেফতার শহীদের স্ত্রী শেফালী আক্তার জানান, তার স্বামীকে রাত তিনটার দিকে ঘুম থেকে ডেকে তুলে শ্রীপুর থানা পুলিশ। তাকে কেন থানায় নেয়া হচ্ছে জিজ্ঞাসা করলে স্যার বলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পরে সকালে জানতে পারি সে হযরত আলী ও আয়েশা আত্মহত্যা মামলার আসামি।
আমিনুল ইসলাম/এফএ/পিআর