দেশজুড়ে

চোরে না শোনে ধর্মের বাণী

একেই বলে চোরে না শোনে ধর্মের বাণী। দিনে দুপুরে মসজিদে ঢুকে ফ্যান ও দানবাক্সের টাকা চুরি করে পালিয়েছে চোর।

বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী বাইতুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম জানান, সকালে শিশুদের কোরআন শিক্ষা দিয়ে ইমাম সাহেব দরজা ও গেট চাপিয়ে রেখেছিলেন।

দুপুরে যোহরের নামাজ আদায় করতে এসে ইমাম দেখেন একটি ফ্যান নেই। দুটি দান বাক্সও ভাঙা। তবে দানবাক্সের ভেতরে কত টাকা ছিল তা জানা যায়নি।

সভাপতি আরো জানান, কার্যকারী পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বি.এম খোরশেদ/এফএ/পিআর