বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দৃষ্টিনন্দিত এবং ঐতিহ্যবাহী অসংখ্য মসজিদ। এসব মসজিদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকের জানা আছে হয়তো অনেকেরই অজানা। তাই আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দেশজুড়ে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে ‘ভিডিওচিত্রে বাঙলার মসজিদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৮ থেকে ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার জন্য প্রামাণ্যচিত্র জমা দেয়ার শেষ তারিখ হলো আগামী ২০ মে ২০১৭।
সেরা ৩০টি প্রামাণ্যচিত্র রমজানের ১ম দিন থেকে শুরু করে শেষদিন পর্যন্ত নির্বাচিত টিভি চ্যানেলে প্রচারিত হবে।
পবিত্র রমজান মাসে ধারাবাহিকভাবে নির্বাচিত এ প্রামান্যচিত্রগুলো ভিডিও ক্লিপস্ বিডিশর্টস্-এর ওয়েব সাইট ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে নগদ অর্ধলক্ষ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র।
প্রামান্যচিত্র জমা এবং এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ফেসবুকের www.facebook.com/bdshorts এই ঠিকানায়।
মসজিদভিত্তিক এ প্রামান্যচিত্র প্রতিযোগিতা আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ।
এমএমএস/পিআর