রাজধানীর বনানী হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে পুলিশ সদরের বিশেষ দল ও সিলেট মেট্রোপলিটন পুলিশ।
কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাত ১১টার দিকে রওনা দিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।
তিনি জাগো নিউজকে জানান, রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে পুলিশ সদরের বিশেষ দল ও সিলেট মেট্রোপলিটন পুলিশ রওনা দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সোপর্দ করা হবে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর পুলিশ সদর দফতরের একটি বিশেষ দল সিলেট জেলা ও মহানগর পুলিশের সহায়তায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করে।
জেইউ/বিএ