রাজধানীর গ্রিন রোডের একটি সড়ক ধসে নিচে দেবে গেছে। সোমবার সকালে ১২৩ নম্বর জাহানারা গার্ডেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃষ্টির পানি জমে এবং ড্রেনের পানি ওভারফ্লো হয়ে সড়কটি ধসে নিচে দেবে যায়। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা অনুসন্ধান করে দেখেছেন, সড়কটি ধসে যাওয়ায় মাটির নিচের গ্যাস পাইপে ছিদ্র দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মীরা সেটি মেরামতের কাজ করছেন।
সড়কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইমার্জেন্সি টিমের কর্মকর্তা সেলিম মিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে একটি ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা গ্যাস লাইনের মেরামতের কাজ করছেন।
এআর/এমএআর/জেআইএম