জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের সচিব হলেন মুজিবুর রহমান

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারকে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান ভূমি সচিব মেছবাহ উল আলমের চাকরির বয়স আগামী ১ জুন শেষ হচ্ছে।

অন্য একটি প্রজ্ঞাপনে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম শাহীন আহমেদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে।

এমইউএইচ/জেএইচ/জেআইএম