সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে তহমিনা খাতুন (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত তহমিনা খাতুন দেয়াড়া গ্রামের ইমান আলি সরদারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বলেন, এক বছর আগে যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে তহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল তহমিনাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। এমনকি যৌতুকের দাবিতে মারধর করতো।
মেয়ের সুখের কথা ভেবে তাকে তিন দফায় প্রায় ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মনিরুল শ্বশুরবাড়িতে এসে বলে সে আর নির্যাতন করবে না। সে তার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে এসেছে। এই বলে সে রাত্রিযাপন করে। ভোরে স্ত্রী তহমিনাকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মনিরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি