দেশজুড়ে

অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এক অপহরণচক্র। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরনিয়ামতপুর গ্রামে।

অপহরণকারী হলেন আংগারিয়া ইউনিয়নের চরনিয়ামতপুর গ্রামের মৃত রাশেদ খাঁর ছেলে আনোয়ার খাঁ (৪৬), মৃত জয়নাল সরদারের ছেলে গিয়ান সরদার (৪৫) ও জালাল ফকিরের ছেলে জহির ফকিরসহ (২৮) পাঁচজন।

অপহরণকারীরা গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন শেখের ছেলে মো. সাফায়ত শেখ ও নূর মোহাম্মদ মোল্যার ছেলে সামসুল হক মোল্যাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।

শরীয়তপুর ডিবি পুলিশ সূত্র জানায়, গত মে মাসে গোপালগঞ্জ কোর্ট পাড়ায় শরীয়তপুরের গিয়ান সরদারের সঙ্গে ভিকটিম গোপালগঞ্জের মো. সাফায়ত শেখ ও তার ভাগ্নি জামাই সামসুল হক মোল্যার পরিচয় হয়।

পরিচয় হওয়ার পর তাদের একাধিকবার কথা হয়। পরে বন্ধুত্ব হয়ে উঠে। গত ৪ এপ্রিল রোববার আপহরণকারী গিয়ান সরদার তাদের বেড়াতে আসতে বলে। ৫ এপ্রিল সোমবার সাফায়েত ও সামসুল হক শরীয়তপুর গিয়ান সরদারের বাড়িতে বেড়াতে আসেন।

পরে রাতে তাদের দুইজনকে শরীয়তপুর কৃর্তিনাশা নদীতে বালুর বলগেটের ভেতর নিয়ে আটকে রেখে শাফায়ত শেখের স্ত্রী মাকসুদা বেগমের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মাকসুদা বেগম বিষয়টি পুলিশকে জানান।

মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাফায়েত ও তার ভাগ্নি জামাই সামসুল হককে উদ্ধার করে। একই এলাকা থেকে অপহরণচক্রের আনোয়ার খাঁ, গিয়ান সরদার ও জহির ফকিরকে আটক করা হয়। এ ঘটনায় আরেও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে ডিবি পুলিশ জানায়।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, অপহরণচক্রের তিনজনকে গ্রেফতার হয়েছে। তাদের সহযোগী আরেও পাঁচজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মো. ছগির হোসেন/এএম/পিআর