দেশজুড়ে

ঝিনাইদহে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার বিকেলে শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের লিলি প্রি-ক্যাডেট একাডেমির পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার দক্ষিণ মূলগ্রামের মৃত সোনা উল্লাহ শেখের ছেলে আব্দুল মতিন (৪০) ও শৈলকুপা উপজেলার সাহাবাড়ীয়া গ্রামের মৃত মজনু মন্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২২)।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের লিলি প্রি-ক্যাডেট একাডেমির পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল এবং নগদ ১ হাজার ১১৪ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলেও জানান তিনি।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর