দেশজুড়ে

পাবনায় জামায়াত নেতা গ্রেফতার

পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি একরামুল হককে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াত নেতা ইকরামুল হকের বাড়ি পাবনা সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইকরামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

একে জামান/আরএআর/পিআর