রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুয়েতে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কুয়েত সিটির রাজধানী হোটেলে এ প্রতিবাদ সভা হয়। কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সহ-সভাপতি আল-আমিন স্বপন, মো. মাঈন উদ্দিন, বিএনপি নেতা জালাল আহমেদ চুন্নু মোল্লা, কামরুল হাসান বাবলু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মাইমুনসহ কুয়েত বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এমআরএম/জেআইএম