প্রবাস

আজমান যুবলীগের ইফতার

সংযুক্ত আরব আমিরাতের আজমান যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২২জুন) স্থানীয় গ্রেন মাউন্টেন হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজমান যুবলীগের সভাপতি মুহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং রূপন ও এম সুমনের যৌথ পরিচালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দফতর সম্পাদক প্রিন্স রেদওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ হুসেইন মনু এবং প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত যুবলীগের সহ সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু।

এতে বিশেষ অতিথি ছিলেন, উম্ম আল কুয়োইন যুবলীগের  সভাপতি মুহাম্মদ সেলিম বেপারী, আল আইন যুবলীগের নেতা মৃদুল, শেখ হাসান ও আজমান যুবলীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জাকির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজমান যুবলীগের সহ সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুবেল সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন মানিক, প্রচার সম্পাদক সুমন, দুবাই যুবলীগের নেতা মাসুদ রানা প্রমুখ।

এসআর/আরআইপি