দেশজুড়ে

চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে

রাতভর যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও শনিবার সকালের দিকে পাটুরিয়া ফেরিঘাটে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। 

সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাটে পণ্যবাহী ট্রাক ছাড়া অপেক্ষমাণ কোনো যানবাহন ছিল না।

যাত্রীবাহী কোচ ও প্রাইভেটকার, মাইক্রোবাসগুলো ঘাটে পৌঁছেই ফেরি পারাপার হতে পারছে বলে জানান, বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি জানান,দুপুর নাগাদ যানবাহনের চাপ বাড়তে পারে। তবে সকাল থেকে লঞ্চগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি চলাচল করছে।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম