পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৩৪ দিনের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যলালয় (ইবি)। প্রভোস্ট কাউন্সিলের পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের আলোকে ছুটি শেষে মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে।
ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
আগামীকাল বুধবার থেকে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথানিয়মে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শুরু হয়েছে।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/পিআর