ফুটবল মাঠে লিওনেল মেসি কী পারেন, তা অজানা নয় কারোরই। ডান্স ফ্লোরেও কম যান না তিনি। এবার যেন তারই প্রমাণ রাখলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
৩০ জুন সাত পাঁকে বাধা পড়েন লিওনেল মেসি এবং আনতোনেল্লা রোকুজ্জো। আর সেই বিয়ের অনুষ্ঠানেই স্ত্রী রোকুজ্জোর হাত ধরে নাচলেন আর্জেন্টাইন সুপারস্টার।
পরে নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। ভক্তদের তা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
প্রসঙ্গত, লিওনেল মেসি এবং আনতোনেল্লা রোকুজ্জোর পরিচয়টা দীর্ঘ ২৫ বছরের। তার মানে, প্রায় ৮ থেকে ৯ বছরের প্রেম। অবশেষে একে অপরের বাহুতে চির জীবনের জন্য বাধা পড়লেন তারা। এরই মধ্যে দু’জনের কোল আলো করে পৃথিবীতে এসেছে দুটি পুত্র সন্তান।
Si ella sube yo también .. tirando pasos
A post shared by Leo Messi (@leomessi) on Jul 3, 2017 at 6:00pm PDT
এনইউ/আরআইপি