ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মতনেজা পাকা রাস্তা থেকে সিদ্ধি প্রাইমারি স্কুল রাস্তটি এলজিইডি'র অধীনে পাকাকরণের কাজ চলছে। কিন্তু রাস্তাটির ২০০ মিটারের মধ্যে রাস্তার ঠিক মাঝখানে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক পোল দাঁড়িয়ে আছে যেটা জনসাধারণ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে।
এদিকে এলজিইডি অফিস থেকে মো. আব্দুল মান্নান, উপজেলা ইঞ্জিনিয়ার, শৈলকুপা, ঝিনাইদহ গত ২৬ মে জনসাধারণের পথ চলা নির্বিঘ্ন করতে রাস্তার মাঝখান থেকে পোলটি অপসারণ করার জন্য জি এম, পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ বরাবর একটি চিঠি প্রেরণ করেন।
যার উত্তরে ১ জুলাই ডিজিএম শৈলকুপা পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ'র পক্ষ থেকে বৈদ্যুতিক পোল অপসারণ বাবদ প্রায় পঁয়তালিশ হাজার পাঁচশ টাকা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমাদানের জন্য এলজিইডি অফিসকে অনুরোধ জানানো হয়। কিন্তু বৈদ্যুতিক পোল অপসারণ করার জন্য প্রয়োজনীয় ফান্ড এলজিইডি'র না থাকায় জরুরি ও জনগুরুত্বপূর্ণ কাজটি ঝুলে আছে। ফলে রাস্তা পাকাকরণের কাজে জনসাধারণ ও যানবাহন চলাচলে দারূনভাবে বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে অতিসত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম