ডাবল অপমান করতে পারমু নাওয়েটার : ১০ টাকা বখশিস? এটা তো আমকে অপমান করা।মন্টু : তো আমি কি করবো?ওয়েটার : ২০ টাকা তো দিবেন?মন্টু : না রে ভাই! আমি তোরে ডাবল অপমান করতে পারমু না।
****
দাঁত-জিহ্বার ঝগড়া দাঁত : আমি যদি তোরে একটা চাপ দেই, তবে তুই তো দুই টুকরা হইয়া যাবি!জিহ্বা : আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলি, তাইলে কিন্তু তোর ৩২টা একটাও জায়গা মতো থাকবো না!
****
এক্ষুণি একবার বাড়ি এসোএক বিধবা তিন বাচ্চার মা, বিয়ে করলো এক বিপত্নীক তিন বাচ্চার বাবাকে। বিয়ের পর তাদের আরও তিনটি বাচ্চা হলো।
একদিন তাদের বাচ্চাদের মধ্যে তুমুল মারামারি লেগে গেল। তখন স্ত্রী তার স্বামীকে ফোন করলো- স্ত্রী : হ্যালো... শুনছো, তুমি এক্ষুণি একবার বাড়ি এসো। আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারছে।
****
বেড়া ইজ দা খাড়া খাড়াকরিম : হ্যালো, এটা কি থানা?পুলিশ : হ্যাঁ!করিম : আমার বাড়িতে কালকে চুরি হইছে।পুলিশ : হাউ?করিম : কাটিং দা বাঁশের বেড়া! ঢুকিং দা চোর! লইং দা জিনিসপত্র! গোয়িং ইন দা ডোর!পুলিশ : হোয়াট ইজ বাঁশের বেড়া?করিম : বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া! তার মধ্যে পেরেক মারা!
এসইউ/পিআর