হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উৎসব আগামী ১৪ আগস্ট। এ উৎসব উদযাপনকে কেন্দ্র করে কেউ যদি ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে কোনো অপপ্রচার চালায় বা কোনো ধরনের ধর্মীয় উত্তেজনা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
বৃস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এই কঠোরতার কথা জানান। সভায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় আইজিপি বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় আগতদের দেহ তল্লাশি, ইউনিফর্ম ও সাদা পোশাকে ফোর্স মোতায়েন, রেস্তোরাঁ বা রুফটপে নিরাপত্তা, শোভাযাত্রার রুটে সিসিটিভি স্থাপন, শোভাযাত্রার ভিডিও ধারণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। কোনো ব্যক্তি বা মহল জন্মাষ্টমীকে কেন্দ্র করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে অথবা কোনো ধরনের ধর্মীয় উত্তেজনা ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে। তিনি অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন ও সহিষ্ণুতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপনের জন্য হিন্দু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত হিন্দু নেতৃবৃন্দ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
এআর/জেডএ/জেআইএম