জমি নিয়ে বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হুসনে আরা ছবি (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ৫ বিঘা পৈতৃক জমি নিয়ে বিরোধের জের ধরে আপন দুই ভাই ও এক বোন মিলে হুসনে আরাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত হুসনে আরা কুষ্টিয়া শহরের বাসিন্দা হাফিজুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত মনা মালিথার জমিজমা ভাগাভাগি নিয়ে তার চার ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। বাবার রেখে যাওয়া ৫ বিঘা জমির ভাগ বাটোয়ারা নিতে বুধবার কুষ্টিয়া থেকে পিত্রালয়ে আসেন হুসনে আরা ছবি। এরপর বৃহস্পতিবার দুপুরে ভাইবোনদের কথাবার্তা চলার সময় সবাই উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আপন ভাই মতিন, শাহীন ও বোন মিনি মিলে হুসনে আরাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর ও পরে সেখান থেকে রাজশাহী নেওয়ার পথে হুসনে আরা মারা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন কাজল/এআরএস/পিআর