দেশজুড়ে

চট্টগ্রামে অটোরিকশাচালক হত্যায় স্ত্রী ও শ্যালকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ইকবাল হোসেন ভূঁইয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্ত্রী ও শ্যালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত এ রায় দেন। একই সাথে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবালের স্ত্রী সুফিয়া আক্তার প্রিয়া ও শ্যালক মিজান।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আসামিরা বতর্মানে পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ নভেম্বর নগরীর বন্দর থানার মুমিননগর এলাকার চান্দেরপাড়ায় ভাড়া বাসায় ঘর তৈরির টাকা পয়সা নিয়ে স্ত্রী ও শ্যালকের সঙ্গে কথা কাটাকাটি হয় ইকবালের। ওই দিন রাতেই ইকবালের স্ত্রী-শ্যালক মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ অটোরিকশায় করে নিয়ে গ্রামের বাড়ির সামনে ফেলে আসে। এ ঘটনায় ইকবালের ছোট ভাই একরাম হোসেন ভূঁইয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

নিহত ইকবাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধোপাখীলের মৃত ইউসুফ হোসেন ভূঁইয়ার ছেলে।

আরএআর/আরআইপি