দেশজুড়ে

অষ্টম শ্রেণির ছাত্রী নিয়ে ছাত্রলীগ সভাপতি উধাও!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (০৭ জুলাই) বিকেলে ছাত্রীর বাবা কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর এলাকার দুর্বাটি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আবুল বাশার ওরফে কাজলকে (২৬) অপহরণে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার ও কাজলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, রোববার বিকেলে স্থানীয় পানজোড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কাজলসহ তার কয়েক সহযোগী মিলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে।

পরে তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে ওই ঘটনা জানতে পারে এবং কাজলসহ কয়েকজনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভিক্টিমের বাবা।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ছেলে ও মেয়ে দুইজনেরই কোনো হদিস নেই। তবে প্রেমগঠিত বিষয়ে কাজলের সঙ্গে ভিকটিম পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, কাজলের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি অপহরণ নয়, স্কুলছাত্রী কাজলের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছে। তবে ছাত্রীর বাবা কাজলের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বেচ্ছায় নয়, তার মেয়েকে কাজল অপহরণ করে নিয়ে গেছে।

অপহৃত স্কুলছাত্রীর বাবা মাসুদ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে স্কুলের শিক্ষক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলতে বলেন। পরে নাজমুল বলেন, বিষয়টি নিয়ে আমরা আপনাদের পরে জানাবো। আমরা দুইপক্ষ মিলে একটা সুরাহার চেষ্টা করছি।

এ বিষয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিশ্চিত হওয়া যায়নি। আপনাদের কাছে শুনলাম। তবে কাজল ওই ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এএম/আরআইপি