দেশজুড়ে

আত্মহত্যার প্ররোচনার মামলায় এসআই দেবাশিষ গ্রেফতার

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ চন্দ্র সাহা (৩৩) ও মামা পূর্ণ চন্দ্র সাহাকে (৫৫) গ্রেফতার করেছে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া পূর্ণ চন্দ্র সাহাকে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মুঠোফোনে বলেন, লাবনী সাহার বাবার দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় দেবাশিষ ও তার মামা পূর্ণ চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শনিবার বিকেলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দেবাশিষসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন লাবনির বাবা গোবিন্দ চন্দ্র সাহা। এই মামলার অপর আসামিরা হচ্ছে দেবাশিষ চন্দ্র সাহার বাবা নির্মল চন্দ্র সাহা (৬১), মা আলো রানী সাহা (৫৫), বোন প্রীতিলতা সাহা প্রীতি (৩৬), ভগ্নিপতি তপন কুমার সাহা (৪০) ও মামা পূর্ণ চন্দ্র সাহা (৫৫)।

গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে দেবাশিষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে কুড়িগ্রাম জেলা শহরের বৈরাগিপাড়া এলাকার নির্মলচন্দ্র সাহার ছেলে দেবাশিষ চন্দ্র সাহার সঙ্গে একই জেলার ভুরুঙ্গামাড়ি উপজেলা শহরের গোবিন্দ চন্দ্র সাহার মেয়ে লাবনী সাহার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন আগে দেবাশিষ গাইবান্ধা সদর থানায় যোগদান করেন। পরে স্ত্রী লাবনীকে নিয়ে গাইবান্ধা জেলা শহরের পুরাতন হাসপাতাল লেনের ভাড়া বাসায় থাকতেন দেবাশিষ সাহা। গত বৃহস্পতিবার দুপুরে দেবাশিষ সাহার স্ত্রী লাবনি সাহা (৩০) সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

রওশন আলম পাপুল/জেএইচ