হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর নামক স্থানে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজন বাচ্চু মিয়া। অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইটবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসের ৫ জন আহত হন। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার পথে একজন মারা যান। বাকি দুইজন হাসপাতালে মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ জন আহত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর