দীর্ঘ ১৯টি বছর সুচিকিৎসা হয়নি রাজীব গাইনের। জন্ম থেকেই বিরল ও জটিল রোগে আক্রান্ত রাজীব গাইনের রোগের নামটাই সঠিক বলতে পারেননি সাতক্ষীরা, খুলনাসহ পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো চিকিৎসক।
জাগো নিউজকে এসব কথা জানান রাজীবের মা মমতা রানী। তাছাড়া অভাবের সংসারে টাকা জোগাড় করতে না পারায় একপর্যায়ে চিকিৎসার হাল ছেড়ে দেয় রাজীব গাইনের পরিবার।
রাজীব গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মাদিয়া গ্রামের কার্ত্তিক চন্দ্র গাইনের ছেলে।
মানবিক এ ঘটনাটি দৃষ্টিতে আসে জাগো নিউজের। সোমবার রাত ৮টায় মানবিক এ ঘটনাটি নিয়ে ‘সাতক্ষীরার রাজীবও অজানা রোগে আক্রান্ত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। সংবাদ প্রকাশের দেড় ঘণ্টার মধ্যে বিষয়টি দৃষ্টিতে আসে স্বাস্থ্য বিভাগের।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদ টেলিফোনে সাতক্ষীরা সিভিল সার্জন মো. তাওহিদুর রহমানকে রাজীব গাইনের চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন ও দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করার কথা বলেন।
‘রাজীবকে দ্রুত ঢাকা পাঠাতে বললেন স্বাস্থ্য বিভাগের ডিজি’
স্বাস্থ্য বিভাগের ডিজির নির্দেশনা মতে সাতক্ষীরা সিভিল সার্জন সোমবার রাতেই রাজীব গাইনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। শুরু হয় চিকিৎসাসেবা প্রদানের তৎপরতা।
অবশেষে মঙ্গলবার বেলা ৩টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে রাজীব গাইনকে নিয়ে আসা হয়। সিভিল সার্জন মো. তাওহিদুর রহমান রাজীব গাইনের রোগের বিষয়ে বিস্তারিত শোনেন ও দেখেন।
সাতক্ষীরা সিভিল সার্জন মো. তাওহিদুর রহমান বলেন, জাগো নিউজের সংবাদের পর স্বাস্থ্য বিভাগের ডিজি আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী রাজীব গাইনের সুচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম কাজলের কাছে রেফার্ড করেছেন। শনিবার সকাল ১০টায় রাজীব গাইনকে তিনি তার চেম্বারে দেখবেন ও পরবর্তী চিকিৎসাসেবার ব্যবস্থা করবেন। জাগো নিউজকে তিনি আরও বলেন, রাজীব গাইনের চিকিৎসা সংক্রান্ত দায়ভার নিয়েছেন ডিজি আবুল কালাম আজাদ মহোদয় ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা সচিব মো. সিরাজুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে ডিজি মহোদয় আমাকে নিশ্চিত করেছেন। তাছাড়া সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা আমরাই করব। শুক্রবার রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এ সময় চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিতপত্র রাজীব গাইনের হাতে তুলে দেন সাতক্ষীরা সিভিল সার্জন। এ সময় জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, রাজীব গাইনের আত্মীয় ধীরাজ মোহন, পবিত্র, অনুপ উপস্থিত ছিলেন।
দ্রুত চিকিৎসাসেবার ব্যবস্থা হচ্ছে আনন্দের যেন সীমা নেই রাজীব গাইন পরিবারে। রাজীবের মা মমতা রানী সবার কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চান।
স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জাগো নিউজকে ধন্যবাদ জানিয়ে রাজীব গাইন বলেন, এবার আমার সুচিকিৎসা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারি।
আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি