জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন চেয়ারম্যান ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সভাপতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নামই নয় একটি ইতিহাস, একটি মানচিত্র। আমাদের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে তা হলেই আমরা সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে পারব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, ফ্যাকাল্টির ডিন রেজিস্ট্রার, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও অতিথিরা। দোয়া পরিচালনা করেন প্রফেসর ড. মাহমুদুল হাছান, ডিন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স।
এমআরএম/পিআর