জন্মদিনের কেক অবশ্যই খেতে হবে
এক রাস্তায় কিছু মেয়ে দাঁড়িয়ে ছিল। মন্টু সে স্থান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সাইকেলের চাকা গোবরের উপর দিয়ে উঠে গেল।
তা দেখে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো মজা করে বলল-মেয়ে : হ্যাপি বার্থডে টু ইউ!
তখন মন্টু সাইকেল থামিয়ে বলল-মন্টু : শুধু হ্যাপি বার্থ ডে বললে তো চলবে না। জন্মদিনের কেক তো তোমাদের অবশ্যই খেতে হবে।
আরও পড়ুন- আজকের জোকস : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত
****
আমি তিনটি কপি দিয়েছি
অফিসের বস তার সেক্রেটারিকে বললেন দশ মিনিটের একটি বক্তৃতা লিখে দিতে। সেক্রেটারি বক্তৃতা লিখে বসকে দিলেন। কিন্তু পড়তে গিয়ে বক্তৃতা তিরিশ মিনিটেও শেষ হচ্ছে না।
বস রেগেমেগে ডাকলেন সেক্রেটারিকে-বস : কী ব্যাপার, বক্তৃতা এত বড় কেন?সেক্রেটারি : স্যার, বক্তৃতা দশ মিনিটেরই আছে। আপনাকে আমি তিনটি কপি দিয়েছি।
আরও পড়ুন- আজকের জোকস : ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি
****
পানিতে ডুবে মরবো
মেয়ে : আমি যদি তোমাকে না পাই, তাহলে পানিতে ডুবে মরবো।ছেলে : লাভ নেই।মেয়ে : কেন? তুমি আমাকে বাঁচাবে?ছেলে : না, আমি বাঁচাতে যাবো কেন?মেয়ে : তাহলে?ছেলে : তুমি জানো না, প্রেমের মরা জলে ডোবে না। অন্য উপায় বের কর।
এসইউ/আইআই