চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ছেলেকে নিয়ে ফেরার পথে মৃত্যু হয়েছে বাবার। রোববার সকালে নগরীর পতেঙ্গা সড়কে বাসের ধাক্কায় নুরুল ইসলাম কালু (৬০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত নুরুল ইসলাম রাউজানের উত্তরসর্তা গ্রামের সোনা মিয়ার ছেলে।
জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুদকদার জানান, দুবাই থেকে সাত বছর পর দেশে আসছে সন্তান। তাকে আনতে বিমানবন্দরে যান নুরুল ইসলাম। মাইক্রোবাসে করে বাবা ও ছেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে দ্রুতগামী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন নুরুল ইসলাম।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুবাই থেকে আসা ছেলে ওসমান গণিও আহত হয়েছেন।
এফএ/এমএস