দেশজুড়ে

পটুয়াখালীতে দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।

রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে র‌্যাব। আটকরা হলেন, মো. মাসুম হাওলাদার (৩৮) ও মো. ইউসুফ সর্দার (৩৬)।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার এলাকা থেকে পাঁচশ গ্রাম গাঁজাসহ মো. মাসুম হাওলাদার এবং সদর উপজেলার খলিসাখালী এলাকা থেকে ৩৮ পিস ইয়াবাসহ মো. ইউসুফ সর্দারকে আটক করা হয়।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম