দেশজুড়ে

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ‘বৃষ্টি ভোগান্তি’

রেলের শহর রাজবাড়ী। সেই বৃটিশ শাসনামল থেকেই রাজবাড়ীতে চলছে রেলের কার্যক্রম। বর্তমানে দেশে রেলওয়ে উন্নয়নের গতি প্রকৃতি বৃদ্ধি পেলেও রাজবাড়ী রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত উন্নয়নে তেমন কিছুই দৃশ্যমান না।

প্রতিদিন রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করছেন। কিন্তু বর্ষা মৌসুমের একটু বৃষ্টিতেই যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগের যেন সীমা থাকে না।

বৃষ্টি শুরু হলেই প্লাটর্ফমের বহু স্থান দিয়ে সেচ পাইপের মতো পানি পড়তে থাকে। এতে যাত্রীরা তাদের মালামাল নিয়ে সমস্যায় পড়েন। অনেকে আবার উপায়ান্তর না পেয়ে দাঁড়িয়েই ভিজতে থাকেন।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এ অঞ্চলে রাজবাড়ী রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এ ট্রেন রুটের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদাহ পর্যন্ত মোট ৪ বার সাটল ট্রেন, খুলনা পর্যন্ত ২ বার মেইল ট্রেন, রাজশাহী পর্যন্ত ২ বার মধুমতি এক্সপেস ট্রেন ও রাজবাড়ী-ভাটিয়াপড়া রুটে রাজবাড়ী থেকে ১ বার ফরিদপুর ভাটিয়াপাড়া মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

স্টেশনে অবস্থানরত যাত্রীরা জানান, প্লাটফর্মের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙা স্থান রয়েছে। একটু বৃষ্টিতেই সেখান দিয়ে পানি পড়ে। এ সমস্যা অনেক দিনের। সরকার নাকি সব দফতরের উন্নয়ন করছে, তাহলে রাজবাড়ী স্টেশনের অবস্থা এত খারাপ কেন সেই প্রশ্ন এখন সবার মুখে? যাত্রীরা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনকে ভেঙে আধুনিক রেলওয়ে স্টেশন করার দাবি জিনিয়েছেন।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার (গ্রেড-২) মো. কামরুজ্জামান জানান, স্টেশনের প্লাটর্ফমের ছাউনি ভাঙা থাকায় বৃষ্টি হলেই তা দিয়ে পানি পড়ে যাত্রীদের খুব সমস্যা হয়। এতে স্টেশনে কর্মরত যারা থাকেন তাদেরও সমস্যা হয়। এজন্য তিনি পত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশনা পাননি।

রুবেলুর রহমান/এফএ/এমএস