মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে যাবেন জান্নাতুল নাঈম।
জানা গেছে, জান্নাতুল নাঈম চট্টগ্রামের মেয়ে। ২০ বছর বয়সী জান্নাতুল নাঈম ভালো মোটরবাইক চালানোয় পারদর্শী।
শুক্রবার রাত সাড়ে ১০ টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর গ্র্যান্ড ফিনালে এই সেরা ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল নাঈমের নাম উঠে আসে বিজয়ী হিসেবে।
এছাড়া প্রথম রানার্স আপ হয়েছেন জেসিয়া এবং দ্বিতীয় রানার্স আপ জান্নাতুল সুমাইয়া।
এনই/জেএইচ