সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন জোটের বিমান হামলায় হিজবুল্লাহর ১২ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী তিনটি সূত্রের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
ওই খবরে বলা হয়, রোববার হতাহতের ঘটনা ঘটেছে দেইর আল জোর প্রদেশের নিকটবর্তী বুকামাল শহরের আল কিটফ আবাসিক এলাকায়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলাকারী বিমানের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে রাশিয়ার ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সূত্রগুলো।
অন্যদিকে সানার খবরে বলা হচ্ছে, হামলা চালিয়েছে মার্কিন জোট। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিমান হামলায় সেখানকার বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেক মানুষ।
সূত্র : রয়টার্স, সানা, এবিসি নিউজ
কেএ/এমএস