বান্দরবানে শুরু হচ্ছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে। প্রতিবছরই চার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবছর তা কমিয়ে দুই দিনব্যাপী করা হচ্ছে।
মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানাতে এ বছরে অনুষ্ঠানসূচিতে আনা হয়েছে এই পরিবর্তন। আগামী বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী এই উৎসব শুরু হবে।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কোকোচিং বলেন, আগামী ৫ অক্টোবর বিকেল পাচঁটায় ফানুস ওড়ানো ও রথযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। আর ০৬ অক্টোবর শুক্রবার মধ্যরাতে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহরের সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানাতে অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবছর পিঠা উৎসব, সাংস্কিৃতক অনুষ্ঠান এবং অনুষ্ঠানকে ঘিরে খেলধুলার আয়োজন থাকছে না।
বৌদ্ধ ধর্মালম্বীরা আষাঢ়ী পূর্ণিমার পর দিন থেকে তিন মাসব্যাপী বর্ষাব্রত পালন শুরু করে এবং প্রবারণ পূর্ণিমার দিন তা শেষ করে পালন করে ওয়াগ্যোয়াই পোয়ে।
সৈরকত দাশ/এফএ/পিআর