ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ করায় কেএফসি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
এর আগে ডিএনসিসির উদ্যোগে রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদ এবং হাউজ বিল্ডিং থেকে খাল পাড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার পর জানানো হয়, সোনারগাঁও জনপদের দুপাশে প্রায় দুইশ অবৈধ দোকান ও শেড উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়েছে। ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী উত্তরা স্কয়ারকে এক লাখ এবং নন্দন কাননকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এসব নির্মাণ সামগ্রী ও অবৈধ স্থাপনা তাৎক্ষণিক অপসারণ করে জনগণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়েছে।উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান ও ডিএনসিসির ১নং জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা খালিদ আহমেদ উপস্থিত ছিলেন। এএস/এএইচ/এমএস