দিনাজপুরের হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে থেকে জনগণ এক শিশুকে উদ্ধারসহ পাচারকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
উদ্ধার হওয়া শিশুর নাম- ইরিন ফারহানা ঐশী (৮)। সে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া চাইল কেয়ার কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও পাউশগাড়া গ্রামের আজিজার রহমানের মেয়ে।
আটক পাচারকারীর নাম শহীদুল ইসলাম (৩৫)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে।
হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইরিন ফারহানা ঐশী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল।
এ সময় পাচারকারী দলের সদস্য শহিদুল ইসলাম তাকে ডাঙ্গাপাড়া থেকে ফুঁসলিয়ে হিলির দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় জনগণের সন্দেহ হলে ওই পাচারকারীকে আটক করে এবং পাচারকারীর হাত থেকে ইরিন ফারহানা ঐশীকে উদ্ধার করে। পরে তাকে গণধোলাই দিয়ে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমদাদুল হক মিলন/এএম/আইআই